দুঃস্থ মহিলাদের জন্য স্বনির্ভর প্রকল্প টেইলারিং সেন্টার

নিজস্ব প্রতিবেদন ঃ মেয়েরা যত স্বনির্ভর হবে এবং শিক্ষায় এগিয়ে যাবে ততই সমাজ ও সভ্যতার মঙ্গল। একজন মা যত স্বনির্ভর এবং শিক্ষিত হবেন তার সন্তানও ততই সুনাগরিক হবেন।আর এর জেরে দেশেরই মঙ্গল। সেই দিকে তাকিয়ে গত ২ জুলাই শিলিগুড়ি সুভাষ পল্লী শ্রবণনগরে দু:স্হ মহিলাদের স্বার্থে *পূর্ণিমা বসু* *মেমোরিয়াল ট্রাস্টের* স্বনির্ভর প্রকল্প ইউনিট ” চলো ফিরে দাঁড়াই টেইলারিং সেন্টারটির” শুভ উদ্বোধন হয়।এটি একটি সেলাই ও কাটিং শিক্ষন কেন্দ্র।সেই শুভ উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে ট্রাস্টের চেয়ারম্যানসহ অতিথি ও কর্মকর্তাদের সম্মাননা জ্ঞাপন করা হয়। সেলাই মেশিনের মাধ্যমে কাজ করে অনেক মহিলা সেখানে স্বনির্ভর হচ্ছেন। অনেকের সংসারের আর্থিক সঙ্কটে মিটছে।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —-