গুরু পূর্নিমার শুভ দিনে শিলিগুড়িতে শুরু হলো মহানন্দা পুজো

নিজস্ব প্রতিবেদন ঃ সোমবার গুরু পূর্নিমার শুভ মুহুর্তে শিলিগুড়িতে বেশ শ্রদ্ধা ভক্তির সঙ্গে মহানন্দা নদীর পুজো হলো। নমামি গঙ্গে এবং মহানন্দা বাঁচাও কমিটি যৌথ ভাবে এই পুজোর আয়োজন করে। এদিন সন্ধ্যায় শিলিগুড়ি মহানন্দা নদীর ধারে শঙ্খ ফু দিয়ে উলু ধ্বনির সঙ্গে পুজো হয় মহানন্দার।ফুল বেল পাতা নিয়ে অনেকে সেখানে পুরোহিতের গঙ্গা মন্ত্র উচ্চারনের মধ্যে দিয়ে মহানন্দাকে পুজো দেন। মহানন্দা বাঁচাও কমিটির প্রধান কর্মকর্তা তথা বিশিষ্ট পরিবেশবিদ জ্যোৎস্না আরওয়ালা বলেন, মহানন্দা নদী হলো শহরের লাইফ লাইন। মহানন্দার প্রতি মানুষ যাতে শ্রদ্ধা ভক্তি নিবেদন করে তারজন্য গুরু পূর্নিমার দিনে তাদের এই মহানন্দা পুজোর আয়োজন। এরপর থেকে প্রতি পূর্ণিমায় মহানন্দা পুজোর আয়োজন করা হবে বলে জ্যোৎস্নাদেবী জানিয়েছেন। মহানন্দা নদীতে কেও যাতে কোনোরকম বর্জ্য বা নোংরা না ফেলেন তার আবেদনও এদিন সকলের কাছে জানিয়েছেন জ্যোৎস্নাদেবী। মহানন্দা নদীতে কেও যাতে প্রাতঃকৃত্য না সারেন তার আবেদনও প্রত্যেকের কাছে জানিয়েছেন তিন।বহুবছর ধরে শিলিগুড়ি শহরে মহানন্দা নদী বাঁচাতে ধারাবাহিকভাবে নানান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন জ্যোৎস্নাদেবী।এমনকি সাম্প্রতিককালে তিনি গ্রীন ট্রাইবুনালের দ্বারস্থও হয়েছেন।মহানন্দা নদী বাঁচাতে জ্যোৎস্নাদেবীর লাগাতর আন্দোলন এক নজির সৃষ্টি করেছে উত্তরবঙ্গে। জ্যোৎস্নাদেবী বলেন,মানুষ একটু এই নদীর প্রতি শ্রদ্ধা ভক্তি নিবেদন করলেই তিনি খুশি।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —-