কেন এই গুরু পূর্নিমা

নিজস্ব প্রতিবেদন ঃ সোমবার ছিলো গুরু পূর্নিমা।এই বিশেষ দিনকে স্মরন করে এদিন বিভিন্ন আশ্রম এবং মন্দিরে সকাল থেকে নানান আধ্যাত্মিক অনুষ্ঠান হয়। শিলিগুড়ি দেশবন্ধু পাড়ার শ্রী নরোত্তম গৌড়ীয় মঠেও সোমবার সকাল থেকে ভজন কীর্তন, আধ্যাত্মিক আলোচনার আয়োজন করা হয়। সেই মঠের প্রধান স্বামী ভক্তিনিলয় জনার্দন ভক্তদের সামনে এই বিশেষ গুরু পূর্নিমার তাৎপর্য ব্যাখ্যা করেন। গুরুই ভক্তদের সঠিক রাস্তা দেখান।গুরু দুরকম।এক গুরু হলেন– যিনি বা যাঁরা শিক্ষা দেন।এরমধ্যে বয়স্ক মানুষ, অভিভাবক,বাবা মা, শিক্ষক,গুনী মানুষরা রয়েছেন।আরেকগুরু হলেন দীক্ষগুরু।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —-