
নিজস্ব প্রতিবেদন ঃ আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় সিলভার ও ব্রোঞ্জ পদক জিতল ডুয়ার্সের কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জের ৮ বছর বয়সী শিশু কন্যা।তার নাম শ্রীজানা মজুমদার। সে তৃতীয় শ্রেণীর ছাত্রী। গত ৩০ জুলাই কলকাতায় অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় সিলভার ও ব্রোঞ্জ পদক জয় করেছে সে। তার এই জয়ে খুশি তার বাবা-মা সহ এলাকার বাসিন্দারা। এই প্রতিযোগিতায় ভারত সহ বিশ্বের মোট ৭টি দেশ অংশগ্রহণ করেছিল। যার মধ্যে শ্রীজানা দুটি পদক জয় করেছে। এ বিষয়ে শ্রীজানার বাবা নোমিত মজুমদার বলেন, ‘এত ছোট বয়সে মেয়ের এই সাফল্যে গর্বিত। আশা করছি আগামীতে দেশের হয়ে স্বর্ণ পদকও জয় করবে। ‘
