
নিজস্ব প্রতিবেদন ঃ গরম বাড়ছে চারদিকে। এই পরিস্থিতিতে চারদিকে সবুজ আর সবুজ ভরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বিভিন্ন সংস্থার তরফে।
বুধবার বৃক্ষরোপন কর্মসূচি হলো “সমাজ কল্যানে বোকালীরমঠ এর পক্ষ থেকে। আলিপুরদুয়ার থেকে কোচবিহার রোডে এবং বোকালীরমঠ পাঠাগারে ৫০ টি চারা গাছা এদিন রোপন করা হয়। আম, কাঁঠাল, আমলকি, মেহুগনি, পাকুড় সব মিলিয়প ৫০ টি চারাগাছ রোপণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ কল্যানের সম্পাদক অভিজিৎ অধিকারী, পার্থসারথি বর্মন, যদু বর্মন, বাবলু বর্মন, মনোজ সরকার, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষক নরেশ চন্দ্র রায়। ভাবিষ্যতে ওই এলাকায় আরো ৫০০টু চারা গাছ রোপন করার পরিকল্পনা রয়েছে বলে সংস্থার তরফে জানানে হয়েছে।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —-
