
নিজস্ব প্রতিবেদন ঃ মানুষের প্রান আগে,একবার কারও প্রান চলে পৃথিবীর কারও সাধ্য নেই সে দেহে প্রান ফিরিয়ে আনে।তাই রক্তের অভাবে কোনো মানুষের মৃত্যু হতে দেওয়া যাবে না,১৯ বছর অতিক্রম করে বেশ ভালোই বুঝে গিয়েছে প্রিয়াঙ্কা সরকার। ব্লাড ব্যাঙ্কেও সেই রক্ত ছিলো না,ফলে মুমূর্ষু মানুষের প্রান যায় যায় অবস্থা। কিন্তু মুমুর্ষ সেই মানুষের প্রান একমাত্র ফিরিয়ে দিতে পারে মানুষই।
কোচবিহার জেলার পুন্ডিবাড়ি ব্লকের ঢাডিংগুড়ি এলাকায় বাড়ি প্রিয়াঙ্কার। বৃহস্পতিবার নিজের বাড়ি থেকে পঁচিশ কিলোমিটার দূর আলিপুরদুয়ার ব্লাড ব্যাঙ্কে দৌড়ে গেলেন প্রিয়াঙ্কা।
১৯ প্লাস বয়সে প্রথম স্বেচ্ছায় রক্তদান করলো এই সংবেদনশীল মেয়েটি।তার রক্তের গ্রুপ o পজেটিভ। আলিপুরদুয়ার ব্লাড ব্যাঙ্কে এদিন জীবনের প্রথম স্বেচ্ছা রক্তদান করলেও ভবিষ্যতে আবারো সে রক্ত দানের মতো মহৎ কাজে এগিয়ে যাবে বলে জানিয়েছে প্রিয়াঙ্কা । প্রিয়াঙ্কা সরকার বলে, রক্তদান জীবন দান, আমার রক্ত দিয়ে যদি কেউ বাঁচে তবে আমি খুবই খুশি।প্রিয়াঙ্কার এই রক্তদানের জেরে আলিপুর ব্লাড ব্যাংকের সদস্যরা খুবই খুশি হয়েছে।এদিন রক্তদানের সময়
স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। বিশেষভাবে উপস্থিত ছিলেন ১১২ তম রক্তদাতা রঞ্জিত মিশ্রা ।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —
