
নিজস্ব প্রতিবেদন ঃ দার্জিলিংয়ের বিভিন্ন স্থানে চলছে সিনেমার শ্যুটিং।এই সিনেমায় শ্যুটিং করার জন্য মুম্বাই থেকে রজিত কাপুর, হুমা খুরেশি, ভাগ্যশ্রী দার্জিলিংয়ে।রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়, ইন্দ্রনীল সেনগুপ্ত। শিলিগুড়ির মুভি ক্রাফট মিডিয়ার তত্বাবধানে চলছে ওই শ্যুটিং। শ্যুটিং ঘিরে রয়েছে উদ্দীপনা। করোনা বিধি মেনেই চলছে শ্যুটিং। মুভি ক্রাফট মিডিয়ার তরফে চৈতালি ব্যানার্জী জানিয়েছেন, মুভি ক্রাফট মিডিয়ার কর্নধার বাবলু ব্যানার্জী দার্জিলিং পাহাড় সহ
উত্তরবঙ্গে ফিল্ম ট্যুরিজমের বিকাশ চান।সেজন্য তিনি সবসময় প্রয়াস চালিয়ে যাচ্ছেন। মুম্বাই, কলকাতার টালিগঞ্জ থেকে বহু নামীদামী অভিনেতা অভিনেত্রী এখন উত্তরবঙ্গে আসছেন শ্যুটিংয়ের জন্য। এতে উত্তরবঙ্গের পর্যটন বিকাশ যেমন ঘটছে তেমনই বহু বেকারের কর্মসংস্থান হচ্ছে।
