
নিজস্ব প্রতিবেদনঃ রবিবার শিলিগুড়ি কাওয়াখালির উত্তরীয়াতে শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানে অতিথি হিসেবে পর্যটন মন্ত্রী গৌতম দেব ছাড়াও শিলিগুড়ি পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান তথা বিধায়ক অশোক ভট্টাচার্য, বিধায়ক শঙ্কর মালাকার প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় সাংবাদিকরা তাদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন। এরপর নতুন কমিটি গঠনের জন্য শীঘ্রই নির্বাচন করা হবে বলে স্থির হয়। নির্বাচন পরিচালনার জন্য একটি কমিটিও গঠিত হয়েছে। এদিন বিদায়ী সাধারণ সম্পাদক অংশুমান চক্রবর্তী তাঁর সম্পাদকীয় প্রতিবেদন পেশ করলে তার ওপর আলোচনা হয়। সেই প্রতিবেদনের ওপর বিভিন্ন সদস্য আলোচনা করেন। করোনা দুর্যোগের সময় বিভিন্ন সাংবাদিক বিশেষ করে নতুন প্রজন্মের সাংবাদিকদের বিরাট ভূমিকার কথা উল্লেখ করেন বিদায়ী সাধারণ সম্পাদক।সভায় সাংবাদিকদের লেখা নিয়ে একটি ম্যাগাজিনও প্রকাশিত হয়।