মানবতার জয়গান, মুমূর্ষু প্রসূতির প্রান বাঁচাতে রক্ত দানের জন্য দৌড়ে গেলেন এই গাড়ি চালক

নিজস্ব প্রতিবেদন ঃ মরে যায় নি মানবিকতা।প্রতিদিনই কোনো না কোনো মানুষ তাদের কাজের মাধ্যমে মানবিকতার পরিচয় দিচ্ছেন। মানবিক ধর্মই সবচেয়ে বড় ধর্ম,মানবিক ধর্মই সবচেয়ে বড় রুচিসংস্কৃতি ও শিক্ষার পরিচয় বহন করে। বিরাট বিরাট ডিগ্রী অর্জন করলেও তারমধ্যে মানবিক ধর্ম না থাকলে সেই শিক্ষা গুরুত্বহীন।এসব কথা আমাদের পূর্ব পুরুষ বহু মহাপুরুষেরা তাদের ত্যাগের মাধ্যমে বার্তা দিয়ে গিয়েছেন আর সেই বার্তা কিন্তু আজকের যুগে অনেকেই মেনে চলছেন।মানবতার কাজ করে আজকের যুগে বহু মানুষ ইতিবাচক ভাবনাক সমাজের বুকে জোরদার করে তুলছেন। ডুয়ার্সের হ্যামিল্টনগঞ্জের চব্বিশ বছরের তরুন তথা গাড়ি চালক দুলাল হক মঙ্গলবার সেই মানবতার পরিচয় বহন করলেন।হ্যামিল্টনগঞ্জ থেকে কোচবিহার, ৭৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে একজন মুমূর্ষু মা এর প্রান বাঁচাতে দৌড়ে গেলেন দুলাল হক।তিনি রক্ত দেওয়ার সময় কোনো জাত ধর্ম বিচার করলেন না।কোচবিহার জেলার তুফানগঞ্জ নিবাসী ২৭ বছর বয়স্কা বিউটি দাসকে তুফানগঞ্জ থেকে কোচবিহার মাতৃ মা হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। তার মঙ্গলবার সিজার অপারেশন ছিলো আর তখন দরকার হয়ে পড়ে রক্ত। রক্তের গ্রুপ বি নেগেটিভ। কোচবিহার আস্থা ফাউন্ডেশনের সমাজসেবী শঙ্কর রায় সোস্যাল মিডিয়ায় রক্তের প্রয়োজন বলে পোস্ট করেন। আর সেই পোস্ট দেখে মানবতার জয়গান গাইতে হ্যামিল্টনগঞ্জ থেকে কোচবিহারে মঙ্গলবার দৌড়ে যান গাড়ি চালক দুলাল হক। প্রসূতি মা’কে তিনি বি নেগেটিভ রক্ত দান করতে পেরে আত্মতৃপ্তি অনুভব করেন। কোচবিহার আস্থা ফাউন্ডেশনের তরফে শঙ্কর রায় সহ অন্যরা গাড়ি চালক দুলাল হককে রক্ত যোদ্ধা সন্মানে সংবর্ধনা জানান।
বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন—-