গলায় বাঁশি আটকে বিপদ, সফল অস্ত্রোপচারে প্রাণ বাঁচালেন এনবিএমসিএইচ-এর চিকিৎসকরা

নিজস্ব প্রতিবেদন:
কিশনগঞ্জ, বিহারের ৫৫ বছর বয়সী এক পুরুষ রোগী গলায় বাঁশি আটকে গুরুতর অবস্থায় ভর্তি হন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ই.এন.টি বিভাগে। রোগী কথা বললেই গলায় বাঁশির মতো শব্দ শোনা যাচ্ছিল, স্বরও হয়ে উঠেছিল ভিন্নধর্মী।

সিটি স্ক্যানের রিপোর্টে দেখা যায়, বাঁশিটি রোগীর বাম প্রধান ব্রঙ্কাসে গভীরভাবে আটকে আছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে চিকিৎসক দল রোগীকে জেনারেল অ্যানেসথেশিয়ার অধীনে রিজিড ব্রঙ্কোস্কোপি করার সিদ্ধান্ত নেন।

অস্ত্রোপচারের সময় দেখা যায়, বাঁশিটি ব্রঙ্কাসের সঙ্গে শক্তভাবে লেগে রয়েছে। একাধিক চেষ্টার পর অবশেষে চিকিৎসকরা সেটি সফলভাবে বের করতে সক্ষম হন। পরে রোগীকে উন্নত পর্যবেক্ষণ ও চিকিৎসার জন্য আইসিইউ-তে স্থানান্তর করা হয়।

অস্ত্রোপচার পরিচালনা করেন ই.এন.টি বিভাগের প্রধান ডাঃ রাধেশ্যাম মাহাতো। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ডাঃ পার্থ প্রতিম সাহা, ডাঃ এস.কে. আজহারুদ্দিন, ডাঃ সন্দীপ মণ্ডল, ডাঃ অজিতাভ সরকার ও ডাঃ পৌলামী সাহা। অ্যানেসথেশিয়ার দায়িত্বে ছিলেন ডাঃ সুশান্ত সরকার, ডাঃ অভিষেক গাঙ্গুলি এবং তাঁদের টিম।

অস্ত্রোপচারে সহায়তা করেন ওটি স্টাফ সিস্টার সুশমা এবং টেকনিক্যাল স্টাফ রফিকুল।এই জটিল অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করে চিকিৎসক দলের প্রশংসা কুড়িয়েছে এনবিএমসিএইচ।খবরটি জানিয়েছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ই.এন.টি বিভাগের প্রধান ডাঃ রাধেশ্যাম মাহাতো।