ক্যান্সার থেকে দূরে থাকতে চান? কি বললেন ক্যান্সার বিশেষজ্ঞ ডাঃ মনীশ গোস্বামী

নিজস্ব প্রতিবেদন ঃ আপনি কি চান ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করতে? আপনি কি চান ক্যান্সার আপনার থেকে দূরে থাকুক? তবে কতগুলো বিষয় মেনে চলুন আজ থেকেই। এক) সমস্ত নেশা আপনি বর্জন করুন।পরিবর্তন আনুন আপনার জীবনশৈলীতে, দুই) খাওয়াদাওয়ার বিষয়ে সচেতন থাকুন।অর্থাৎ অতিরিক্ত মাছ-মাংস বা তৈলাক্ত খাবার থেকে দূরে থাকুন।শরীর চর্চা করুন। তিন) ক্যান্সার সম্পর্কে সচেতন থাকুন, ক্যান্সার মানে নো এনসার, এই ভাবনা দূরে রেখে ইতিবাচক ভাবনা মনে রাখুন।এইসব অভিমত খবরের ঘন্টার কাছে জানালেন হেড এন্ড নেক অঙ্কোলজি সার্জন ডাঃ মনীশ গোস্বামী।