দৃষ্টিহীনদের নাটক দেখে মুগ্ধ শিলিগুড়ির পুলিশ কমিশনার

নিজস্ব প্রতিবেদন ঃ চোখে ওরা দেখে না ঠিকই। কিন্তু ওদের ভিতরে এক চোখ রয়েছে। ওদের এমন অর্ন্তদৃষ্টি রয়েছে যা সাধারণ মানুষের নেই। শনিবার বিশ্ব প্রতিবন্ধী দিবসে শিলিগুড়ি শহর লাগোয়া শালুগাড়ার প্রেরনা এডুকেশন সেন্টারে দৃষ্টিহীন ছাত্রছাত্রীরা এমন এক নাটক পরিবেশন করে যা দেখে তাদের প্রতিভার ভূয়সী প্রশংসা করেন খোদ শিলিগুড়ির পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী। দৃষ্টিহীনদের পাশাপাশি মূক বধির এবং অন্যান্য বিশেষ চাহিদাসম্পন্নরা এদিন তাদের বিভিন্ন প্রতিভা প্রদর্শন করে। দৃষ্টিহীনেরা ব্রেইল পদ্ধতির সাহায্যে কবিতাও পরিবেশন করে।সবমিলিয়ে বিশ্ব প্রতিবন্ধী দিবসে অন্যান্য স্থানের সঙ্গে সঙ্গে প্রেরণাতেও বিশেষ চাহিদাসম্পন্নরা তাদের প্রতিভা দিয়ে সকলের নজর কাড়ে।ওদের কেও হাতের কাজ শিখছে, কেও কম্পিউটার শিখে স্বনির্ভর হচ্ছে। নর্থবেঙ্গল কাউন্সিল ফর দ্য ডিজএবল্ড পরিচালিত এই সেন্টারের বিশেষ চাহিদাসম্পন্নদের পুর্নবাসনের জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। এদিন অনুষ্ঠান পরিচালনার জন্য বি এস এফ থেকেও সহযোগিতা করা হয়।ওই সেন্টারের বিশেষ চাহিদাসম্পন্নরা
যাতে স্বনির্ভর হয়ে প্রতিষ্ঠিত হতে পারে সেজন্য পুলিশের তরফে পুরো সহযোগিতা করা হবে বলে পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী জানিয়েছেন।এদিন সেখানে ডিজিটাল লিটারেসি ল্যাব,ছাত্রাবাস প্রভৃতির উদ্বোধন হয়।