দৃষ্টিহীন শিল্পী বাবলুর পাশে দাঁড়ান — মানবিক সহযোগিতায় বদলে যাক তাঁর জীবনপথ

নিজস্ব প্রতিবেদন:
উত্তর দিনাজপুর জেলার চোপড়া লাগোয়া সোনাপুরের এক ছোট গ্রামে বাস করেন দৃষ্টিহীন কিন্তু অসীম প্রতিভাসম্পন্ন শিল্পী বাবলু বিশ্বাস। জন্মগত দৃষ্টি-প্রতিবন্ধকতা সত্ত্বেও বাবলুর মন ভরা আলো। তিনি যেমন মন ছুঁয়ে যাওয়া গান গাইতে পারেন, তেমনি বিভিন্ন বিয়ে-অনুষ্ঠানে ব্যান্ড পার্টি বাজিয়ে দর্শকদের মুগ্ধ করেন।

শিল্পী-সত্ত্বা তাঁর পথ দেখালেও পরিবারের দায়ভার তাঁকে প্রতিনিয়ত সংগ্রামের মুখোমুখি করে। সংসার চালানোর জন্য স্ত্রীকে সঙ্গে নিয়ে বাবলু রাস্তায় রাস্তায় ঘুরে ধূপকাঠি বিক্রি করেন।

এমন বহু দৃষ্টিহীন মানুষের পাশে দাঁড়িয়েছে আধুনিক বিজ্ঞান। তৈরি হয়েছে উন্নত এক বিশেষ চশমা—যার সাহায্যে দৃষ্টিহীন মানুষও অন্ধকার পৃথিবীর অনেক কিছুই দেখতে পারেন। একটি বিশেষ মোবাইল অ্যাপের সঙ্গে যুক্ত এই চশমা তাদের হাঁটাচলা থেকে শুরু করে নানা দৈনন্দিন কাজ সহজ করে তুলছে। বহু মানুষের জীবন ইতিমধ্যেই বদলে গেছে এই প্রযুক্তির ছোঁয়ায়।

কিন্তু দুঃখের বিষয়, জিএসটি-সহ প্রায় ২০,০০০ টাকার এই চশমা বাবলুর নাগালের বাইরে। সংসারের দায়িত্ব সামলে এত টাকা জোগাড় করা তাঁর পক্ষে অসম্ভব। তবুও তিনি আশাবাদী—সমাজের উদার হৃদয়ের মানুষরা হয়তো তাঁকে এগিয়ে যেতে সাহায্য করবেন।

৩ ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবসকে সামনে রেখে শিল্পী বাবলু বিশ্বাস সকলের কাছে মানবিক সহযোগিতার আবেদন জানিয়েছেন খবরের ঘণ্টা-র মাধ্যমে। আপনার ছোট্ট সহায়তাই তাঁর জন্য হতে পারে আলো দেখার নতুন পথ।
সহযোগিতা পাঠানোর জন্য গুগল পে নম্বর:
❣️ 9679069515

মানবিকতার হাত বাড়িয়ে দিন—দৃষ্টিহীন বাবলুর জীবনে আলো ফিরিয়ে আনুন।