
নিজস্ব প্রতিবেদন ঃ জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে মঙ্গলবার হাসপাতালের সপ্তম তলে আপাতত ১০ সজ্জার সিসিইউ উদ্বোধন হল। এই প্রথম জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে এই সিসিইউ উদ্বোধন হল বলে জানা গেছে। এই হাসপাতালে সিসিইউ বেড চালু হওয়ায় অনেক মানুষই উপকৃত হবেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা হাসপাতালের রোগী কল্যান সমিতি তথা এসজেডিএর চেয়ারম্যান বিজয় চন্দ্র বর্মন, ওএসডি ডঃ সুশান্ত রায়, হাসপাতাল সুপার গয়ারাম নস্কর সহ ডাক্তার, নার্স এবং স্বাস্থ্য দপ্তরের কর্মীরা।
