পদ্মশ্রী করিমূল হককে এম্বুলেন্স প্রদান ইউনিয়ন ব্যাঙ্ক সোস্যাল ফাউন্ডেশনের

নিজস্ব প্রতিবেদন ঃ বাইক এম্বুলেন্স দাদা হিসাবে বিখ্যাত পদ্মশ্রী করিমূল হককে এম্বুলেন্স প্রদান করল ইউনিয়ন ব্যাঙ্ক সোস্যাল ফাউন্ডেশন। মঙ্গলবার শিলিগুড়িতে এক অনুষ্ঠানের মাধ্যমে ওই এম্বুলেন্স প্রদান করা হয়। অনুষ্ঠানটি হয় শিলিগুড়ি কলেজপাড়ায় ব্যাঙ্কের শিলিগুড়ি আঞ্চলিক কার্যালয়ে।

পদ্মশ্রী করিমূল হক সবসময় নিজেকে মানুষের সেবায় নিয়োজিত রেখেছেন। ডুয়ার্সের প্রত্যন্ত গ্রাম থেকে তিনি অসহায় দরিদ্র মানুষের সেবায় নিয়মিত কাজ চালিয়ে এক নজির তৈরি করেছেন। তাঁর কাজ রীতিমতো আদর্শ হয়ে উঠেছে বিভিন্ন মহলে। তাঁর ওপর সিনেমাও তৈরি হচ্ছে। সম্প্রতি কেবিসিতে গিয়েও তিনি পুরস্কার জিতে এসেছেন। ব্যতিক্রমী এই পদ্মশ্রীকে এদিন এম্বুলেন্স প্রদান করে ব্যতিক্রমী নজির তৈরি করলো ইউনিয়ন ব্যাঙ্ক সোস্যাল ফাউন্ডেশন বা ইউনিয়ন ব্যাঙ্ক। অনুষ্ঠানে পদ্মশ্রী ইউনিয়ন ব্যাঙ্ক সোস্যাল ফাউন্ডেশন বা ব্যাঙ্ক কর্মীদের ওই মানবিক ও সামাজিক কাজের ভূয়সী প্রশংসা করেন। কর্পোরেট সোস্যাল রেসপনসেবলিটি বা সামাজিক দায়বদ্ধতার অন্যরকম মানসিকতা থেকে ইউনিয়ন ব্যাঙ্ক সোস্যাল ফাউন্ডেশন ওই কাজ করেছে বলে জানানো হয়েছে। অনুষ্ঠানে ব্যাঙ্কের আধিকারিকরা উপস্থিত ছিলেন। ইউনিয়ন ব্যাঙ্ক প্রায়ই এরকম সামাজিক ও মানবিক কাজ চালিয়ে যাচ্ছে সমাজের জন্য।