বানারহাটে বন্যাদুর্গত চা শ্রমিক পরিবারগুলির পাশে ‘আমরা বেকার’ সংগঠন

নিজস্ব প্রতিবেদক :
শুক্রবার ‘আমরা বেকার’ সংগঠনের উদ্যোগে ডুয়ার্সের বানারহাট এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত ও বন্ধ হয়ে যাওয়া চা বাগানের শ্রমিক পরিবারগুলির মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। শীতের প্রকোপ থেকে রক্ষা পেতেই এই মানবিক সহায়তা প্রদান করা হয় বলে জানান আয়োজকেরা।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত নার্স সোনালী সামন্ত এবং বানারহাট থানার পুলিশ প্রশাসনের প্রতিনিধিরা। তাঁদের উপস্থিতিতে ত্রাণ বণ্টন আরও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

‘আমরা বেকার’ সংগঠনের পক্ষ থেকে এই উদ্যোগে অংশ নেন বিবর্তন সাহারায়, সজল দত্ত, স্বপন দাস, আশীষ সিং, স্বাধীন পাল ও পিংকু নাথ। সংগঠনের সদস্যরা জানান, সমাজের প্রান্তিক ও বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ানোই তাঁদের মূল লক্ষ্য, আর সেই লক্ষ্যকে সামনে রেখেই ভবিষ্যতেও এ ধরনের মানবিক কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।