নিজস্ব প্রতিবেদক :
শিলিগুড়ি লিটারারি সোসাইটির উদ্যোগে তাদের বহুভাষিক ম্যাগাজিন ‘পলিগ্লট’-এর দ্বিতীয় সংখ্যা প্রকাশিত হলো শনিবার, ৩রা জানুয়ারি। বাংলা, হিন্দি, ইংরেজি ও নেপালি—এই চারটি ভাষায় বিভিন্ন লেখায় সমৃদ্ধ এই সাহিত্য পত্রিকাটি ইতিমধ্যেই পাঠকমহলে আগ্রহ তৈরি করেছে।

এ উপলক্ষে শনিবার বিকেলে শিলিগুড়ির হিলকার্ট রোড ব্যবসায়ী সমিতির হলঘরে অনুষ্ঠিত হয় ম্যাগাজিনের আনুষ্ঠানিক আবরণ উন্মোচন অনুষ্ঠান। অনুষ্ঠানে ‘পলিগ্লট’ পত্রিকার গুরুত্ব ও ভাবনা নিয়ে বক্তব্য রাখেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. তাপস চ্যাটার্জী।
অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন সুব্রত দত্ত এবং সঞ্চালনায় ছিলেন নন্দিতা ভৌমিক। স্বাগত ভাষণ প্রদান করেন লতিকা যোশী।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা সাহিত্যচর্চা ও এই ধরনের বহুভাষিক পত্রিকা প্রকাশের প্রয়োজনীয়তা ও সামাজিক গুরুত্ব নিয়ে তাঁদের মূল্যবান মতামত তুলে ধরেন। অতিথি বক্তাদের মধ্যে ছিলেন—সমাজসেবী আর কে জৈন, দার্জিলিং পাবলিক স্কুলের ডিরেক্টর ড. বিজয় সাহ, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ড. নুপুর দাস, দেবকোটা সংঘের সভাপতি মিলন রুচাল, শিলিগুড়ি মডেল হাই স্কুলের ডিরেক্টর ড. শ্যাম সুন্দর আগরওয়াল এবং শিলিগুড়ির প্রাক্তন শিক্ষক মানবেন্দ্র সাহা।
এই অনুষ্ঠান ও পত্রিকা প্রকাশ সংক্রান্ত তথ্য জানিয়েছেন সেবন্তী ঘোষ।

