বাবা-মায়ের মৃত্যুবার্ষিকীতে নরনারায়ণ সেবা

নিজস্ব প্রতিবেদন,শিলিগুড়িঃ বাবা-মায়ের মৃত্যুবার্ষিকীকে সামনে রেখে নরনারায়ণ সেবার আয়োজন করলেন শিলিগুড়ি সেবক রোড লাগোয়া বঙ্কিমনগর, সরকার পাড়ার বাসিন্দা উৎপল সরকার। মঙ্গলবার শিলিগুড়ি সেবক রোড এর ডনবস্কো মোড়ের পাশে উৎপলবাবু ওই অনুষ্ঠানের আয়োজন করেন। সেখানে উৎপলবাবুর ভাই উজ্জল সরকার এবং তিন বোন উপস্থিত ছিলেন। তাছাড়া স্থানীয় শিল্পোদ্যোগী শ্যামল সরকার, অমিত সরকার প্রমূখ এই সামাজিক কাজে তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন।
২০০৬ সালের ৫ ফেব্রুয়ারি উৎপলবাবুর বাবা রমেন্দ্রচন্দ্র সরকার ৮৬ বছর বয়সে প্রয়াত হন। ওই বছরই ১০ সেপ্টেম্বর তারিখে প্রয়াত হন উৎপলবাবুর মা সাধনা সরকার। তার বাবা রমেন্দ্রচন্দ্র সরকার ছিলেন একজন সমাজসেবী। বিভিন্ন মানুষকে সহযোগিতা করতে তিনি ভালোবাসতেন। এলাকায় কেউ কোনভাবে বিপদে পড়ার খবর পেলেই তিনি পাশে দাঁড়িয়েছেন। তাই বাবার মৃত্যুবার্ষিকীতে নরনারায়ণ সেবার আয়োজন বলে জানিয়েছেন উৎপলবাবু। বুধবার আবার তার বিবাহ বার্ষিকী। তাই একই সঙ্গে দুই অনুষ্ঠান। উৎপলবাবু শিলিগুড়ি সেভক রোড ইন্ডাস্ট্রিয়াল এস্টেট ডেভেলপমেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক। এদিন দুপুর থেকে ডনবস্কো মোড়ের কাছে নরনারায়ন সেবার অঙ্গ হিসেবে খিচুড়ি, সবজি বিলি শুরু হয়। আর তা গ্রহণ করবার জন্য স্থানীয় বহু গরিব মানুষ সেখানে ভিড় করেন। উৎপলবাবু জানিয়েছেন, প্রতি বছরই তিনি এই দিনে নরনারায়ণ সেবার আয়োজন করবেন। সেবামূলক কাজের মাধ্যমেই তিনি তাঁর প্রয়াত বাবা-মাকে শ্রদ্ধা নিবেদন করছেন।