
নিজস্ব প্রতিবেদনঃ শিলিগুড়ি জেলা হাসপাতালে শীঘ্রই শুরু হতে চলেছে করোনা ক্লিনিক। করোনা আক্রান্তদের দ্রুত পরিষেবা দিতেই শুরু হতে চলেছে ওই ক্লিনিক। এরই সঙ্গে আরও খবর হলো,করোনার চূড়ান্ত পর্বের পরিস্থিতি সামাল দিতে গিয়ে শিলিগুড়ি জেলা হাসপাতালে বিভিন্ন পরিষেবা উন্নতির দিকে নজর দিতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। এবার করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে চলে আসায় হাসপাতালের অন্যান্য উন্নয়নের দিকে নজর দেওয়া হবে। শুক্রবার শিলিগুড়ি জেলা হাসপাতালের রোগী কল্যান সমিতির বৈঠকে ওইসব আলোচনার পর সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন রোগী কল্যান সমিতির চেয়ারম্যান ডাঃ রুদ্রনাথ ভট্টাচার্য।

রোগী কল্যান সমিতির চেয়ারম্যান আরও জানিয়েছেন, এদিনের বৈঠকে কিছু ডাক্তার বলেছেন, হাসপাতালে ডিজিটাল এক্সরে কেন্দ্র খোলার পরও বহু ক্ষেত্রে সিটি স্ক্যান রিপোর্ট সময়মতো পাওয়া যাচ্ছে না। কয়েকমাস ধরে সিটি স্ক্যান করানোর খুব চাপ পড়েছে হাসপাতালের ডিজিটাল এক্সরে কেন্দ্রে। তবুও দেরি না করে দ্রুত কিভাবে মানুষ সিটি স্ক্যান রিপোর্ট পেতে পারেন তা নিয়ে এদিনের বৈঠকে আলোচনা হয়েছে। এদিনের ওই বৈঠকে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ পি আচার্য, শিলিগুড়ি জেলা হাসপাতালের নতুন সুপার ডাঃ পি ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন। আরও অন্যান্য উন্নয়নের বিষয়েও এদিন আলোচনা হয়েছে।