
নিজস্ব প্রতিবেদন ঃ ভারতীয় খাদ্য নিগমের শিলিগুড়ি মন্ডল কার্যালয়ের জেলা স্পোর্টস কমিটির ব্যবস্থাপনায় এবং মন্ডল প্রবন্ধক ইন্দ্রনীল মন্ডলের উদ্যোগে গত ২১ ফেব্রুয়ারী থেকে ২৩ ফেব্রুয়ারী পর্যন্ত অনুষ্ঠিত হয় আন্ত জেলা ব্যাডমিন্টন টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হয় গত ০৪ মার্চ ।
এই টুর্নামেন্টের বিভিন্ন ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন ইন্দ্রনীল মন্ডল, দেবাশীষ সরকার, অমিত প্রামাণিক, চেতন সা, বীরেন্দ্র মাহত, জ্যোতি গ্যাংওয়ার।
মন্ডল প্রবন্ধক ইন্দ্রনীল মন্ডল জানান, কাজের পাশাপশি এই ধরনের খেলাধূলা কর্মচারীদের কর্মদক্ষতা আরও বাড়িয়ে তুলবে।
