শিলিগুড়িতে বেঙ্গল ট্রাভেল মার্ট

নিজস্ব প্রতিবেদন ঃ করোনা পরিস্থিতিতে পর্যটন স্থানগুলো বন্ধ থাকলেও এখন যখন সংক্রমণের হার অনেকটাই কম, মানুষ বাড়ি থেকে বাইরে বেরোচ্ছে তাই উত্তরের পর্যটন ব্যবসাকে আবারো আগের মত করে গড়ে তুলতে ও সাধারণ মানুষ যেনো পর্যটনকে আরো ভালো ভাবে উপভোগ করতে পারে সেই কারণে বিগত কয়েক বছরের মতো এবছরও শিলিগুড়িতে ২দিনের জন্য আয়োজন করা হয়েছে *বেঙ্গল ট্রেভাল মার্ট* যেখানে সারা দেশের বিভিন্ন জায়গা থেকে প্রায় ৮৮টি ট্রাভেল স্টল রয়েছে। শনিবার প্রদীপ প্রজ্জ্বলন করে এই বেঙ্গল ট্রাভেল মার্টের সূচনা করেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব।