জলপাইগুড়িতেও এবার মোহনবাগান লেন

নিজস্ব প্রতিবেদন ঃ  শিলিগুড়ির পর এবার জলপাইগুড়ি। শিলিগুড়িতে অতি সম্প্রতি মোহনবাগান এভিনিউয়ের উদ্বোধন হয়। তার রেশ মিলিয়ে যেতে না যেতেই বিশেষ খবর হলো,
জলপাইগুড়ির কদমতলা থেকে বেগুনটারী পর্যন্ত রাস্তার নামকরণ হচ্ছে মোহনবাগান লেন! এমনই প্রস্তাব দেওয়া হয়েছে জলপাইগুড়ি পুরসভার পক্ষ থেকে। জলপাইগুড়ি মেরিনার্সের উদ‍্যোগে আয়োজিত মোহনবাগান সচিবের সংবর্ধনা অনুষ্ঠানে একথা ঘোষণা করেন জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ‍্যাটার্জি। সৈকতবাবু জানান, জলপাইগুড়ির রুনু গুহঠাকুরতা, সুকল‍্যাণ ঘোষ দস্তিদার, মণিলাল ঘটকের মতো খেলোয়াড় একসময় মোহনবাগানের হয়ে ফুটবল খেলেছেন। তাই জলপাইগুড়ি পুরসভার প্রস্তাব রয়েছে কদমতলা থেকে বেগুনটারী পর্যন্ত রাস্তার নামটি মোহনবাগান লেন করার। বিষয়টি নিয়ে উৎসাহ প্রকাশ করেছেন মোহনবাগান সচিব দেবাশিষ দত্তও। সোমবার
জলপাইগুড়ি মেরিনার্সের উদ‍্যোগে শহরের একটি হোটেলে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মোহনবাগান ক্লাবের সচিব দেবাশিস দত্ত ছাড়াও উপস্থিত ছিলেন জলপাইগুড়ি‌র বিধায়ক ডাঃ প্রদীপকুমার বর্মা, পুরসভার চেয়ারপার্সন পাপিয়া পাল, ভাইস চেয়ারম্যান সৈকত চ‍্যাটার্জি সহ বিভিন্ন ক্রীড়া‌প্রেমী মানুষ। মোহনবাগানের প্রতি জলপাইগুড়ি শহরের মানুষের আবেগ দেখে মুগ্ধ হন দেবাশিস দত্ত।