
নিজস্ব প্রতিবেদন ঃ সোমবার গভীর রাতে এনজেপি স্টেশনে নামেন বিখ্যাত সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং । রাতে পৌনে তিনটের সময় অরিজিৎ ভক্তরা স্টেশনের প্ল্যাটফর্মে ভিড় করেন । শিলিগুড়ি ছাড়াও বিভিন্ন জায়গা থেকে প্রিয় শিল্পীর কনসার্ট শুনতে মঙ্গলবার শিলিগুড়ি পৌঁছে যান অরিজিতের ভক্তরা । অরিজিৎ সিংয়ের কনসার্ট ঘিরে মঙ্গলবার ভোর থেকে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সাজো সাজো রব শুরু হয় । সন্ধ্যা সাড়ে ৬টায় মঞ্চে ওঠেন অরিজিৎ। কিন্তু তার আগেই তাঁকে কাছ থেকে দেখার জন্য গভীর রাতে রেলস্টেশনে ভিড় করেন বহু ভক্ত । পাহাড়, সিকিম, অসম, বিহার থেকেও প্রিয় শিল্পীর কনসার্ট শুনতে মঙ্গলবার শিলিগুড়ি আসেন অরিজিতের ফ্যানরা।এই অনুষ্ঠান ঘিরে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তারজন্য শহরের নিরাপত্তা ব্যবস্থাও ঢেলে সাজিয়ে নেয় পুলিশ।আইপিএলের উদ্বোধনের পর অরিজিতের শো নিয়ে প্রহর গুনছেন সঙ্গীতপ্রেমীরা।অরিজিৎ সিংয়ের এই লাইভ কনসার্টকে ঘিরে উত্তরবঙ্গের পাশাপাশি গোটা রাজ্য-সহ সিকিমেও তুমুল উন্মাদনা শুরু হয়েছে।
