চাষবাসের মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে মহকুমা পরিষদের প্রয়াস

নিজস্ব প্রতিবেদনঃ চাষবাসের মাধ্যমে কর্মসংস্থানের জন্য কিছু কর্মসূচি গ্রহণ করছে শিলিগুড়ি মহকুমা পরিষদ।চাষীদের সুবিধার্থে ও চাষবাসে আরো গতি আনার জন্য শিলিগুড়ি মহকুমা পরিষদের ওই উদ্যোগ। এরজন্য ব্লকভিত্তিক চাষিদের চারা গাছ দেবে শিলিগুড়ি মহকুমা পরিষদ। বৃহস্পতিবার এনিয়ে এক বৈঠকও হয়।

বৃহস্পতিবার দুপুরে শিলিগুড়ি মহকুমা পরিষদ কার্যালয়ে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত হর্টিকালচার দপ্তরের অন্তর্গত ডিস্ট্রিক্ট মিশন কমিটির সঙ্গে বৈঠক করেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুন ঘোষ। ওই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, বিভিন্ন ব্লকে সমীক্ষা করা হবে। কিছু জায়গা দেখা হবে, যেখানে যে ফলন ভালো হবে সেখানে সেই চারা গাছ দেওয়া হবে। এর পাশাপাশি ১৫৫টি আইসিডিএস সেন্টার দেখা হচ্ছ যেখানে বিভিন্ন ধরণের চারা গাছ রোপন করা হবে। যেখানে যে গাছের ফলন ভালো সেখানে সেই গাছ রোপন করা হবে বলে জানান সভাধিপতি অরুন ঘোষ।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —