করোনা আবহে বিশ্ব পরিবেশ দিবস, সবুজ পরিবেশ তৈরির আবেদন সর্বত্র

নিজস্ব প্রতিবেদন ঃ৫ই জুন বিশ্ব পরিবেশ পালিত হল সর্বত্র। এবারে করোনা আবহে সর্বত্র বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়।আর সর্বত্রই করোনামুক্ত বিশ্ব গড়তে পরিবেশকে সতেজ সবুজ করার আবেদন জানানো হয়।শিলিগুড়ি রাজবংশী রিপ মিনিস্ট্রি এবং তারুন্য স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে শনিবার করোনাজয়ীদের মধ্যে গাছের চারা বিলি করা হয়।অমিত আগরওয়ালা ফাউন্ডেশন সহ অন্যত্র গিয়ে ওই দুই সংস্থার তরফে এদিন স্যানিটাইজ করা হয়।মহিলা পলিটেকনিক কলেজে এদিন শিলিগুড়ি গার্লসের প্রাক্তনীরা রক্তদান শিবির আয়োজন করলে সেখানে গিয়েও শিলিগুড়ি রাজবংশী রিপ মিনিস্ট্রি এবং তারুন্য থেকে গাছের চারা বিলি করা হয় বলে কৌস্তুভ দত্ত জানিয়েছেন।
পরিবেশ দিবসকে সামনে রেখে শিলিগুড়ি পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের মাইকেল স্কুলের মাঠের চারপাশে বৃক্ষরোপন করা হয়।২৫টি বৃক্ষরোপন করা হয় সেখানে। আগামীদিনে আরও গাছ সেখানে রোপন করা হবে বলে সমাজসেবী মদন ভট্টাচার্য জানিয়েছেন। মদনবাবু ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন ওয়ার্ডের সভাপতি বিষ্নু সাহা, কিরন মজুমদার, কল্যান রাহা,সৈকত দে প্রমুখ।