
নিজস্ব প্রতিবেদন ঃ ভয়াবহ এক করোনা পরিস্থিতি চলছে। একদিকে করোনার সঙ্গে লড়াই আরেকদিকে অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে লড়াই। এরমধ্যেই বহু মানুষ এবং স্বেচ্ছাসেবী নিঃশব্দে অসহায় মানুষের পাশে থেকে প্রতিনিয়ত মনুষ্যত্বের জয়গান করে চলেছেন। আর ক্যামেরার পিছনে থাকা সেই সব মানুষদের হাতে বিশ্ব পরিবেশ দিবসে গাছের চারা বিলি করে অন্যরকম নজির তৈরি করলেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল লাগোয়া আমরা বেকারের সদস্যরা। শনিবার আমরা বেকার জার্নি ফর আওয়ার সোসাইটির পক্ষ থেকে করোনা যোদ্ধাদের মধ্যে গাছের চারা বিতরন করা হল। আমরা বেকারের সমাজসেবী সজল দত্ত জানিয়েছেন, যারা এই করোনা পরিস্থিতিতে ক্যামেরার পিছনে থেকে দিনরাত কাজ করছেন তাদের অনেকে সঠিক সম্মান পায়নি।তাই এদিন তাদেরকে গাছের চারা দিয়ে সম্মান জানায় আমরা বেকার। এরমধ্যে এমন আছেন যারা অক্সিজেন পরিষেবার সঙ্গে যুক্ত এবং উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পুলিশ আউটপোস্টের পুলিশ কর্মীরা।
