দার্জিলিং হিমালয় থেকে তরাই ডুয়ার্স বায়োস্ফিয়ার জোনের সচেতনতা বৃদ্ধিতে দৌড় প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদন ঃ  দার্জিলিং হিমালয় পাহাড় থেকে তরাই ডুয়ার্স মিলিয়ে বিস্তীর্ণ ৬ হাজার বর্গ কিলোমিটার এলাকার মধ্যে পাঁচটি জাতীয় উদ্যান,তিনটি বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে। কিন্তু এই এলাকায় জীব বৈচিত্র্য ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। জঙ্গল থেকে বন্যপ্রাণী যেভাবে থাকা দরকার এই এলাকায় তা বিধ্বস্ত হচ্ছে ক্রমশ।যাঁরা এলাকার আদিবাসী বা স্থানীয় বাসিন্দা — যাঁরা জীববৈচিত্র্য রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন তারাও কিছু বুঝে উঠতে পরছেন না।মানুষ এবং বন্যপ্রানী সংঘাত প্রায় লেগেই রয়েছে।দার্জিলিং হিমালয় ও সংলগ্ন এই বিস্তীর্ণ এলাকাকে বিশেষ বায়োস্ফিয়ার জোন হিসাবে ঘোষণার জন্য ইউনেস্কোর কাছে প্রস্তাব জমা পড়েছে। ভারত সরকারের আবহাওয়া পরিবর্তন মন্ত্রক এবং রাজ্য সরকারের বন ও পরিবেশ বিভাগেও প্রস্তাব জমা পড়েছে। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের তরফে এ বিষয়ে বিশেষ দাবি তোলার পাশাপাশি নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তারই অঙ্গ হিসাবে রবিবার ৪ঠা জুন শিলিগুড়ি তরাই স্কুল মাঠ থেকে সুকনা,দার্জিলিং মোড় এবং এয়ারভিউ মোড় পর্যন্ত তিনটি পর্যায়ে বিশেষ দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। গোটা ভারতের বিভিন্ন রাজ্য থেকে তিনশোর মতো প্রতিযোগী তাতে যোগ দেয়। বিজ্ঞান মঞ্চের রাজ্য সাধারণ সম্পাদক ডঃ প্রদীপ মহাপাত্র এবং রাজ্য কমিটির সদস্য শঙ্কর কর জানিয়েছেন, এই বিশেষ দৌড় প্রতিযোগিতায় ভারতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক ভরত ছেত্রী, বিশিষ্ট টেবিল টেনিস প্রশিক্ষক ভারতী ঘোষ, সত্যজিৎ চক্রবর্তী, ক্রীড়াবিদ দেবকুমার দে সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। শিলিগুড়ির মহিলা দৌড়বিদ সীমা চক্রবর্তী এই প্রতিযোগিতায় অংশ নিয়ে একটি বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করেন।দ্বিতীয় স্থান অধিকার করে সীমা নগদ আট হাজার টাকা পুরস্কার মূল্য জিতেছেন যা আগামী ১৫ আগস্ট শ্রীলঙ্কার সফরে কাজে লাগবে বলে সীমা জানিয়েছেন।বিশিষ্ট এথলেট প্রশিক্ষক দেবকুমার দে সীমাকে শুভেচ্ছা জানিয়েছেন। সীমা যাতে শ্রীলঙ্কাতেও সফল হয় তারজন্য প্রচন্ড পরিশ্রম করে চলেছেন দেবকুমারবাবু। শিলিগুড়ি এন্ড স্মাইল ওয়েলফেয়ার সোসাইটির কর্মকর্তা তথা সমাজসেবী নবকুমার বসাক সীমাকে শুরু থেকে উৎসাহ দিয়ে এসেছেন। এদিন নবকুমারবাবুও সীমাকে শুভেচ্ছা জানান। বায়োস্ফিয়ার জোন ঘোষণার দাবিতে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ধারাবাহিকভাবে লড়াই চালিয়ে যাবে বলে শঙ্কর কর জানিয়েছেন।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন —