প্লাস্টিক ক্যারিব্যাগের দূষন ঠেকাতে কাগজের ব্যাগ

নিজস্ব প্রতিবেদন,শিলিগুড়িঃ চারদিকে দূষন ঘটিয়ে চলেছে প্লাস্টিক ক্যারিব্যাগ। প্লাস্টিক ক্যারিব্যাগ মাটিতে পড়ে তা বছরের পর বছর ধরে নষ্ট হয় না। বৃষ্টির জল মাটির গভীরে প্রবেশ করতে দেয় না এই প্লাস্টিক ব্যাগ। ফলে ভূগর্ভের জলস্তরও কমছে। তার বাইরে বিভিন্ন ভাবে দূষন সৃষ্টি করে চলেছে এই ব্যাগ।সেই কারনে পরিবেশ বাঁচাতে সরকার নিষিদ্ধ করেছে প্লাস্টিক ক্যারিব্যাগ।কিন্তু তারপরও হাটেবাজারে ,পাড়ার মুদিদোকানে অনবরত ব্যবহার হয়ে চলেছে এই ক্যারিব্যাগ। মানুষকে তাই সচেতন করবার জন্য বিভিন্ন সংস্থা প্রচার শুরু করেছে। আর এরমধ্যেই কাগজের ব্যাগ তৈরি করে বিভিন্ন মহলে দাগ কাটতে শুরু করেছেন উত্তর ২৪ পরগণার হাবড়ার গৃহবধূ পায়লি ধরচক্রবর্তী।
শিলিগুড়ি ভক্তিনগরে বাড়ি পায়েলিদেবীর। পুরনো ফেলে দেওয়া সামগ্রী দিয়ে সৃজনমূলক কাজ করাটা তার নেশা।ছোটবেলার সেই নেশা তিনি বিয়ের পরও ছাড়তে পারেননি। এখন পুরনো ফেলে দেওয়া সংবাদপত্র দিয়ে তিনি একের পর এক কাগজের ব্যাগ তৈরি করছেন। লেখালেখি করা,আবৃত্তি ও কবিতা চর্চাও তার নেশা । এইসব নেশার মধ্যে কাগজের ব্যাগ তৈরির নেশা এক নতুন মাত্রা যোগ করেছে। শিলিগুড়ি নাগরিক সমাজের তরফে নাট্য ব্যক্তিত্ব পার্থ চৌধুরী পায়েলিদেবীর এই নেশার তারিফ করেন। তিনি জানিয়েছেন, সম্প্রতি তারা প্লাস্টিক ক্যারিব্যাগের বিরুদ্ধে ধারাবাহিকভাবে প্রচার শুরু করেছেন। এখন কাগজের ব্যাগ তৈরি নিয়ে কোনও প্রশিক্ষণ শিবির হলে তারা পায়েলিদেবীকে আমন্ত্রণ জানাবেন ।প্রসঙ্গত সম্প্রতি শিলিগুড়ি শহরে প্লাস্টিক ক্যারিব্যাগের বিরুদ্ধে বেশ কিছু অনুষ্ঠান হলে সেখানে ক্যারিব্যাগের বিরুদ্ধে নিজের দেওয়া সুরে সঙ্গীত পরিবেশন করেন শিল্পী বীনাপানি। সেই শিল্পী বীনাপানিও বলেছেন,প্লাস্টিক ক্যারিব্যাগ ঠেকাতে এই কাগজের ব্যাগের তুলনা হতে পারেনা।