জৈব পদ্ধতিতে ধান চাষ মালদার হবিবপুর ব্লকে

নিজস্ব প্রতিবেদন ঃ জৈব পদ্ধতিতে ধান চাষ। মালদায় কৃষি দপ্তর এই উদ্যোগ নিয়েছে । ১২ একর জমিতে ওই চাষ হচ্ছে। কৃষি দপ্তর এরজন্য জৈব গ্রাম প্রদর্শনীর উদ্যোগও নিয়েছে। জেলা কৃষি দপ্তর ধানের বীজ শোধন করার সঙ্গে সঙ্গে এরজন্য প্রয়োজনীয় প্রশিক্ষন দেওয়ারও উদ্যোগ নিয়েছে।
হবিবপুর ব্লকে মোট ১২ একর অর্থাৎ ৯০ বিঘা জমিতে এই চাষ হবে। জৈব পদ্ধতিতে আমন ধান চাষ করার জন্য ৪০ জন কৃষককে নেওয়া হয়েছে । কৃষি দফতরের পক্ষ থেকে মালদা জেলার হবিবপুর ব্লকেই পাইলট প্রজেক্ট হিসাবে এই জৈব গ্রাম প্রর্দশনী করা হয়েছে। জৈব গ্রাম প্রদর্শনীর জন্য গোবিন্দভোগ ধানের চাষ শুরু হয়েছে । রাসায়নিক সার দিয়ে চাষ হওয়ায় অনেকক্ষেত্রেই জমির উর্বরতা হ্রাস পাচ্ছে। উৎপাদিত ফসলের গুণগতমানও কমে যাচ্ছে।