প্রচুর নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগ বাজেয়াপ্ত

নিজস্ব প্রতিবেদন ঃ পয়লা জুলাই থেকে নিষিদ্ধ হয়েছে ৭৫ মাইক্রনের নিচে প্লাস্টিকের ব্যবহার। কিন্তু অনেকেই এখনও এই নিয়ম মেনে চলছেন না।উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরে বৃহস্পতিবার সকাল থেকে পুলিশকে সঙ্গে নিয়ে শহরের বিভিন্ন বাজারে দোকানে হানা দেয় পৌরসভার নেতৃত্বে বিশেষ প্রতিনিধি দল। শহরের মাছ বাজার, সবজি বাজার, সহ একাধিক এলাকায় হানা দেন তারা। দেখা যায় নিষেধাজ্ঞা সত্ত্বেও এখনো নিষিদ্ধ ক্যারিব্যাগ ব্যবহার করছেন অনেকে । হানা দিয়ে বিভিন্ন দোকান থেকে প্রচুর নিষিদ্ধ প্লাস্টিক বাজেয়াপ্ত করে প্রশাসন। যারা এই প্লাস্টিক ব্যবহার করেছেন তাদের ৫০০ টাকা করে জরিমানা করা হয়।