
নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি এস এফ রোডে দমকল কেন্দ্রের সামনে বৃহস্পতিবার ওয়েল প্লাস
মাল্টিস্পেশলিটি পলি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন হয়। এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডিন ডাঃ সন্দীপ সেনগুপ্ত উপস্থিত ছিলেন। এছাড়া ওই কেন্দ্রের দু’জন ডিরেক্টর অভিষেক আগরওয়ালা এবং অরুন গোয়েলও উপস্থিত ছিলেন।
⭕ এই কেন্দ্রে বিভিন্ন প্যাথলজিক্যাল পরীক্ষা হবে আধুনিক বিজ্ঞানসন্মত পদ্ধতিতে। বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকও এখানে নিয়মিত রোগী দেখবেন বিশেষজ্ঞ চিকিৎসকদের মধ্যে কার্ডিওলজিস্ট,স্ত্রী রোগ বিশেষজ্ঞ, জেনারেল ফিজিসিয়ান,পেডিয়াট্রিক,জেনারেল এন্ড অঙ্কোলজি সার্জন,
অর্থোপডিক সহ অন্যান্য বিভিন্ন ডাক্তার থাকছেন। বেঙ্গালুরু থেকেও বিশেষজ্ঞ চিকিৎসক আসবেন এখানে। ভবিষ্যতে এখানে ইউএসজি, ডিজিটাল এক্সরে প্রভৃতি পরীক্ষা হবে। যোগাযোগের নম্বর 8170816777 এবং 03533561193
