
নিজস্ব প্রতিবেদন ঃ রবিবার শিলিগুড়ি এন্ড স্মাইল সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির তরফে শিলিগুড়ি অরবিন্দ পল্লী নিবাসী পার্থ সরকার ও সঙ্গীতা সাহা সরকারের ১৬ মাসের কন্যা সোহারাকে শুভেচ্ছা জানাতে একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৬ মাস বয়সে সোহারা শাকসবজি , ফল ,ও সব রঙের নাম সহ বিভিন্ন শব্দ বোঝা , মুখস্থ করা ও বলার ক্ষমতা প্রদর্শন করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলে ধরেছে । তাই এন্ড স্মাইল পরিবারের তরফ থেকে সোহারার মঙ্গল কামনা করে তার হাতে একটি শুভেচ্ছা স্মারক ও চকলেট তুলে দেওয়া হয় । সংস্থার তরফে সমাজসেবী নবকুমার বসাক এই খবর জানিয়েছেন
