শিল্পী পালিতঃ এই সময় বাংলাদেশে রয়েছি। সকলকে শুভ সপ্তমী। এখানে বেড়াতে এলেও একটু ফুরসত পেয়েই খবরের ঘন্টার জন্য কিছু লেখার চেষ্টা করছি। আজ তাই আত্ম কথা বিভাগে রাজশ্রী মৈত্রর এই লেখাটি পাঠালাম—-
আত্মকথার কথনে
ছোট্ট এই জীবনে
পথটি বেয়ে চালা ‘
জীবন কথা পৌছে দিতে _
লাগছে ভালো তোমাদের সাথে
একটু কিছু বলা।
আমি রাজশ্রী মৈত্র। ‘এই শিলিগুড়ি শহরেই আমার জন্ম ও বেড়ে ওঠা । আমার কর্ম জীবন বলতে আমি কোনোসময়ই ভাবতে পারিনি যে আমি চাকরি করবো।আমার ঐকান্তিক ইচ্ছে ছিলো আমি একজন শিল্পী হব ।
ছোটো বেলা থেকেই মা এর সান্নিধ্যে সংস্কৃতিক পরিবেশে বড় হয়ে ওঠা । নানান ধরনের অনুষ্ঠান, নৃত্য নাট্য, আবৃত্তি ইত্যাদি করে এসেছি।
তবে যতদিন এগিয়ে যাচ্ছে ততই নানান ঘাত প্রতিঘাত এসেই চলছে আমার জীবনে।
স্নাতক হবার সাথে সাথেই মা এবং এক মাসের মধ্যেই বাবার মৃত্যু হয় ।সে সময় আমরা ভাই বোনরা এক অদ্ভুত পরিস্থিতির সম্মুখীন ৃহই। এই ঘটনার তিন মাস পর আমার বিয়ে হয়।আমার শাশুড়ি মা একাই এসে আমায় দেখে বিয়ের দিন ঠিক করে যান।দেখে যাবার দশ দিন পরেই আমার বিয়ে হয়ে যায় ।
তারপর একান্নবর্তি পরিবার ।সংসার সামলে চলা ,তারপর এক এক করে আমার দুই কন্যা ও এক পুএ সন্তান নিয়ে ভরা সংসার ।তবে এর মধ্যেও আমি কখনোই থেমে থাকিনি ।
নাচ, গান, কবিতা, অঙ্কন, গল্প, কবিতা লেখা ইত্যাদি অনুষ্ঠানে অংশ গ্রহণ করা এমনকি আমি একটি স্কুলে পড়তামও।
আমার স্বপ্ন ছিল আমার একটি গান বাজনার স্কুল তৈরী করা ।
সেই স্বপ্ন পূরণ করে দিয়েছেন আমার স্বামী সুরজিত ।
আজ আমি যতটুকু এগিয়ে যেতে পেরেছি সম্পূর্ণ ওর জন্য ।ওর সম্মতি না থাকলে আমি পারতাম না ।
আজ আমার শিলিগুড়ি শহরের হাকিম পাড়ায় ওমকার মিউজিক এ্যাকাদেমিতে গানের ক্লাস, আবৃত্তি, নাচ, শ্রুতি নাটক ইত্যাদি বিষয়ে শেখানো হয় ।কলকাতা থেকে শিক্ষকরা শিক্ষাদান করতে আসেন এখানে ।
আমি গল্প, কবিতা লেখার জন্য পুরস্কারও পেযেছি ।আমার কতগুলি সিডি কলকাতা এবং বাংলাদেশেও প্রকাশিত হযেছে ।
আমি জীবনে অনেক গুনীজনের সান্নিধ্য পেযেছি,ওনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি এগিয়ে যেতে সক্ষম হয়েছি।
আমার এই ওমকার মিউজিক আকাদেমি তে গানবাজনার পাশাপাশি সাহিত্য চর্চাও করা হয় ।এখান থেকে একটি বই প্রকাশিত করা হয় স্বর্ণালি সন্ধ্যা নামে ।এই বইটিতে নবীনদের ও শিশু কিশোরদের প্রতিভা বিকাশের সুযোগ রয়েছে ।বছর শেষে অনুষ্ঠানের মাধ্যমে সাহিত্য সম্মানে সম্মানিত করা হয় ।
আমি শিলিগুড়ির আনন্দময়ী কালীবাড়ির এক জন আজীবন সদস্যা।এই কালীবাড়াকে কেন্দ্র করে আমার লেখা একটি বই প্রকাশিত হয়েছে ।
কলকাতা ও শিলিগুড়ি টিভি ও আকাশবাণী তে আমি বহু অনুষ্ঠান করেছি।
আমি গল্প কবিতা লেখার পাশাপাশি ছোটদের জন্য লিখতে খুব ভালোবাসি ।
আমার ছোটদের জন্য অনেক লেখা প্রকাশিত হয়েছে আর ও অনেক লেখা প্রকাশিত হবে। এই হল আমার সংক্ষিপ্ত জীবন।