নিজের সঙ্গীত জীবনের কথায় বাংলাদেশের চট্টগ্রাম থেকে কুমকুম মল্লিক

শিল্পী পালিতঃ আজকের আত্মকথায় নিজের সঙ্গীত জীবনের কথা মেলে ধরেছেন বাংলাদেশের চট্টগ্রাম জেলার রাউজান থেকে কুমকুম মল্লিক —

আমি কুমকুম মল্লিক। বাংলাদেশের চট্টগ্রাম জেলার রাউজানে আমার জন্ম। একদম ছোট বেলা থেকেই আমি গান শিখতে শুরু করি, যখন প্রাইমারি স্কুলে ভর্তি হলাম তখন থেকেই। অত ছোট বয়সে গানের মর্ম তখন বুঝতাম না। যখন সা রে গা মা শেষ করে গান তোলা শুরু করলাম তখন গ্রামের মেয়ে হিসাবে গ্রামের প্রায় সব অনুষ্ঠানেই গান গাইতাম। আমরা দুভাই বোন। আমি গান গাইতাম আমার ভাই রুপস তবলায় সহযোগিতা করত। ছোট বেলায় স্কুলের বিভিন্ন অনুষ্ঠান,উপজেলা ভিত্তিক অনুষ্ঠান গুলোতে আমি অনুষ্ঠান করতে বেশি যেতাম। আমার বাবা ছিলেন স্কুলের প্রধান শিক্ষক। সবাই হেড স্যারের মেয়ে হিসাবেই আমাকে বেশি জানত। আমার বাবা এবং মা দুজনেই ছিলেন স্কুলের শিক্ষক- শিক্ষিকা। একবার পার্বত্য চট্টগ্রামের কাউখালী উপজেলায় একটা অনুষ্ঠান ছিল। অনেক পাহাড়ি পথ অতিক্রম করে গিয়েছিলাম সেই উপজেলায়। চারদিক পাহাড়, মাঝখানে বিশাল সমতল ভুমিতে স্কুল। সেখানে প্রোগ্রামের জন্য অনেক উপজাতিরা এসেছিল, আমাকে গান গাইতে হবে কিন্তু নেই হারমোনিয়াম,নেই তবলা! কি করে গান করি! কিন্তু ওনারা সবাই আমার গান শুনবেনই! অবশেষে খালি গলায় গেয়ে দিলাম কয়েকটা গান। অনুষ্ঠান ভালো হয়েছিল, খুব খুব ভালো লেগেছে অন্য পরিবেশে গান করে। একটা সময় কলেজে গিয়ে পড়াশোনার চাপ বেড়ে যাওয়ায় আর গান করা হয়ে উঠেনি। আমার সংগীত গুরু ছিলেন ওস্তাদ শৈলেন শীল।তিনি এখন আমাদের মাঝে নেই। উনি খুব ভালো একজন মানুষ ছিলেন। ৫৮ থেকে ৬০ বছর বয়সেও তিনি খুব ভোরে উঠে ৬ থেকে ৭ কিলোমিটার সাইকেল চালিয়ে আমাদের বাড়ি এসে আমাকে ঘুম থেকে তুলে গানের তালিম দিতেন।উনি আমার মায়ের আত্মীয় হন। উনার আদর স্নেহশীল আচরণ আমাদের অনুপ্রাণিত করতো।আজ স্মৃতি চারন করতে গিয়ে ওনার কথা ভীষন ভাবে মনে পরছে। উনি যেখানেই থাকুন ভালো থাকুন, উনি আমার পরম গুরু। আমি ছোট বেলায় এই একজনের কাছেই শিখেছি। পরে স্কুল প্রোগ্রাম গুলো করার জন্য শওকর ওসমান স্যারের কাছে গান শিখতাম। বিয়ে হয়ে ঢাকায় চলে আসার পরে বাসুদার কাছে গান শিখেছি। বাসুদা বাংলাদেশের খুবই বিখ্যাত একজন সঙ্গীত শিল্পী। সম্পর্কে বাসুদা আমার আপন ভাসুর। বাসুদার কাছে আমি আধুনিক গান শিখতাম। গানের অনুশীলন কিভাবে করতে হয় সেসবও শেখাতেন তিনি। বাসুদার পরিচালনায় দুর্গাপুজায় অনুষ্ঠান করেছি। বাসুদার সাথে বিটিভি আর চ্যানেল আই তে অনুষ্ঠান করেছি। আমার এক ছেলে, এক মেয়ে। ওরা ঢাকার শিশু একাডেমিতে গান শিখেছে। আমার মেয়ে বর্তমানে ঢাকার ছায়ানটে গান শিখছে। এই হল সংক্ষেপে আমার সঙ্গীতের জীবনের কিছু কথা। আসন্ন শারদীয়া সকলের জীবনে আনন্দ বয়ে আনুক এটাই কামনা। ভালো থাকুন সকলে।