শিশুদের অপুষ্টি দূর করতে মরীচিকার সাথে অনাবাসী ভারতীয়রা

নিজস্ব প্রতিবেদন: আমাদের দেশের প্রায় ৬০ শতাংশ শিশু অপুষ্টির শিকার। প্রিয়জনের জন্মদিন, বিবাহবার্ষিকীসহ নানান প্রিয় অনুষ্ঠানের আনন্দ ভাগ করে অপুষ্টি দূরীকরণে অংশ নিতে মরীচিকার সাথে শিশুদের পাশে এই ভাবনাকে স্বাগত জানিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সূদুর আমেরিকার নিউজার্সি নিবাসী অরুনাভ ও নয়না সাহা।

মরীচিকা ওয়েলফেয়ার সোসাইটির ফীড এন্ড ফীল কর্মসূচীর অঙ্গ হিসেবে আমেরিকার নিউজার্সির বাসিন্দা অরুনাভ ও নয়না সাহার মেয়ে অন্বিতা সাহার জন্মদিন পালিত হলো বনগাঁর একটি পিছিয়ে পড়া গ্রাম ধরমপুর বিলপাড় ও পাড়ুই পাড়ার ১১০ জন শিশুদের সাথে। মরীচিকার তরফে বিশিষ্ট সমাজসেবী শেখর সাহা বলেছেন, অন্বিতার জন্য অসংখ্য শুভেচ্ছা ও ভালবাসা রইলো । অপুষ্টি দূরীকরণে আহারের এই কর্মসূচীতে সহযোগিতার জন্য সাহা দম্পতিদের জানাই অসংখ্য অভিনন্দন। আগামী জানুয়ারি মাস থেকে এখানে শিক্ষা কর্মসূচিও চলবে।