
নিজস্ব প্রতিবেদন ঃতিনি যখন সপ্তম শ্রেনীতে পড়েন সেই সময় ইতিহাস পরীক্ষার দিন বাড়ি থেকে নকল নিয়ে গিয়েছিলেন। পরীক্ষার সময় নকল করতে গিয়ে যাতে ধরা না পড়ে যান সেইজন্য ক্ষুদ্র,অতি ক্ষুদ্র অক্ষরে সব সাদা কাগজে লিখে নিয়ে গিয়েছিলেন। বাড়ি থেকে লিখে নিয়ে যাওয়া সেই নকল গোপনে পকেট থেকে বের করে নকল করছিলেন।কিন্তু হঠাৎ শিক্ষক তা ধরে ফেলেন।কিন্তু সে ছাত্র কি নকল লিখে এনেছে, কিছুই তো পড়া যাচ্ছে না। অন্য শিক্ষকদেরও ডেকে এনে দেখানো হয়। কিন্তু সে ছাত্রের অতি ক্ষুদ্র সেই নকলের তথ্য উদ্ধার করতে পারেননি কেউই।আর সেই ঘটনাই ছিলো তাঁর জীবনের টার্নিং পয়েন্ট। ক্ষুদ্র,অতি ক্ষুদ্র অক্ষর লেখা এবং মাইক্রো আর্টিের অনুশীলন তাঁকে বিশ্ব বিখ্যাত করে তোলে।হ্যাঁ,শিলিগুড়ি চম্পাসারি সমরনগরনিবাসী মাইক্রো আর্টিস্ট রমেশ শার কথাই বলা হচ্ছে। প্রয়াত কিংবদন্তী সঙ্গীত শিল্পী মান্না দে থেকে শুরু করে বাপি লাহিড়ী, সুপার স্টার শাহরুখ খান, জয়াপ্রদা,শিল্পে শেঠি,ক্রিকেটার কপিল দেব, প্রয়াত রাষ্ট্রপতি প্রনব মুখোপাধ্যায় সহ আরও বহু সেলিব্রিটি তাঁর মাইক্রোআর্টের তারিফ করেছেন।তাঁর বাড়ির একটি ঘরতো সেই সব সেলিব্রিটির সঙ্গে তাঁর বহু ছবির লাইব্রেরি।
