শীত আসছে, ডেঙ্গুর প্রাদুর্ভাব কমে যাওয়ার আশঙ্কা

নিজস্ব প্রতিবেদন ঃএগিয়ে আসছে শীত। শীত অনেকের কাছে কষ্টের বার্তা নিয়ে এলেও শীত কিছু সুখও নিয়ে আসে।যাদের কাছে শীত বস্ত্র নেই, যারা অশীতিপর বৃদ্ধ তাদের কাছে শীত একটু কষ্টেরও বইকি। কিন্তু শীত অনেক আনন্দের খবরও নিয়ে আসে। সেসব বহু আনন্দের খবরের মধ্যে এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ খবর হলো,শীতে মশার প্রজনন ক্ষমতা কমে যায়।ফলে মশার উৎপাত কমে আসে।আর মশার উৎপাত কমে যাওয়া মানে হাসি,ডেঙ্গুর ভয় কমে যাওয়া। অন্তত শিলিগুড়ির ডেঙ্গু নিয়ে এমন আশার কথাই শুক্রবার জানিয়েছেন বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ শীর্ষেন্দু পাল।