মানবিকতায় ব্যতিক্রমী নজির, সিকিমের রাজ্যপালের হাতে সংবর্ধিত মুনমুন

নিজস্ব প্রতিবেদনঃ শনিবার শিলিগুড়ি শহর সংলগ্ন কাওয়াখালিতে এক অনুষ্ঠানের মাধ্যমে সিকিমের রাজ্যপাল সংবর্ধনা জানালেন শিলিগুড়ি শক্তিগড়ের বাসিন্দা তথা ব্যতিক্রমী মহিলা টোটো চালক মুনমুন সরকারকে। মুনমুনদেবীর হাতে শংসাপত্র, স্মারক তুলে দিয়েছেন রাজ্যপাল। মুনমুনদেবী একটি হাসপাতাল গড়তে চান আর সেজন্য তাঁর চাই আর্থিক সাহায্য, এই কথা জানতে পেরে রাজ্যপাল তাঁকে ৫১ হাজার টাকা অর্থ সাহায্যের ঘোষণা করেন।

একটি জাতীয় স্তরের হিন্দি সংবাদ মাধ্যম ওই অনুষ্ঠানের আয়োজন করে। করোনা পরিস্থিতিতে করোনা আক্রান্তদের অচ্ছ্যুৎ মনে না করে মুনমুনদেবী তাঁর টোটোতে বিনা পয়সায় যেভাবে হাসপাতালে পৌঁছে দিয়েছেন বা তাঁরা সুস্থ হলে বাড়ি পৌঁছে দিয়েছেন তা এক অনন্য মানবিকতার নজির। করোনা দুর্যোগের মধ্যে মুনমুন সরকারের এই কাজ গোটা দেশে দৃষ্টান্ত। তাঁর এই ব্যতিক্রমী কাজের প্রশংসা করেছেন দেশের উপরাষ্ট্রপতিও। এইসব মানবিক কাজের স্বীকৃতি হিসাবে সিকিমের রাজ্যপাল এদিন তাঁকে সন্মান জানান। সবাই যদি মুনমুনদেবীর কাজ থেকে শিক্ষা নিয়ে মানবিক কাজে এগিয়ে আসতেন তবে দেশের অগ্রগতি আরও ভালো হোত।