নিজস্ব প্রতিবেদন:
শিলিগুড়ি হকার্স কর্নার ব্যবসায়ী সমিতির কার্যকরী কমিটির নির্বাচন আগামী ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে। নির্বাচন ঘনিয়ে আসতেই বাজারের স্থায়ীকরণ, সার্বিক উন্নয়ন এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখার বার্তা সামনে রেখে ব্যবসায়ী জোট জোরকদমে তাদের প্রচার শুরু করেছে।

এই জোটের পক্ষ থেকে নির্বাচনে প্রার্থী হয়েছেন—
অমর চন্দ্র পাল ওরফে বাবলু, বিপুল পাল, বিদ্যাপতি দে ওরফে ভুটু, গণেশ মজুমদার, বিশ্বজিৎ সরকার ওরফে সুমন, দিলীপ দাস ওরফে শুভ, উৎপল বনিক, অজিত মজুমদার, জয়ন্ত সাহা, বিপ্লব পাল, সুভাষ পাল, প্রীতম মজুমদার, শচীরঞ্জন পাল, ত্রিনাথ বনিক, সঞ্জীত পাল ওরফে ছোটন, রনি মল্লিক, কাঞ্চন ভদ্র, অজিত কুমার পাল, উজ্জ্বল তালুকদার, সজল কর ও চন্দন বৈদ্য।
বৃহস্পতিবার নির্বাচন উপলক্ষে বক্তব্য দিতে গিয়ে ব্যবসায়ী জোটের শীর্ষ নেতৃত্ব অমর চন্দ্র পাল (বাবলু) জানান, তাঁদের ২১ জন প্রার্থী যদি বিজয়ী হন, তবে হকার্স কর্নারের সার্বিক উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা হাতে নেওয়া হবে। এর মধ্যে রয়েছে —
হকার্স কর্নারকে স্থায়ী ও আধুনিক বাজার হিসেবে গড়ে তোলার উদ্যোগ,
পার্কিং সমস্যার স্থায়ী সমাধানে মোটরবাইক ও সাইকেলের জন্য আধুনিক স্ট্যান্ড নির্মাণ,
বিদ্যুৎ দপ্তরের নির্ধারিত চার্জে নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান,
পানীয় জলের আরও উন্নত ব্যবস্থা।
তিনি আরও জানান, ব্যবসায়ী জোটের প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হলে আগামী দিনে হকার্স কর্নারকে আরও সুন্দর, সুশৃঙ্খল ও উন্নত বাজার হিসেবে দাঁড় করাতে সক্রিয় ভূমিকা নেবেন।

