
নিজস্ব প্রতিবেদন ঃ ভোটে জিতলে নেশা মুক্ত ওয়ার্ড গড়ার জন্য আবারও তিনি ঝাঁপিয়ে পড়তে চান।আর এজন্য কিশোর যুবকদের নিয়ে বিভিন্ন রকম খেলাধূলার প্রসারও চান তিনি। শিলিগুড়ির বিশিষ্ট তৃনমুল কংগ্রেস কাউন্সিলর রঞ্জন শীলশর্মা বৃহস্পতিবার খবরের ঘন্টাকে এক সাক্ষাৎকারে ওইসব কথা জানিয়েছেন। এবারে শিলিগুড়ি পুরসভা নির্বাচনে ৩৬ নম্বর ওয়ার্ড থেকে আবারও প্রার্থী হয়েছেন রঞ্জনবাবু। গত পাঁচ বছর তিনি ৩৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন।বরো চেয়ারম্যানও হয়েছিলেন। ২০০৪ সাল থেকে তিনি পুর নির্বাচনে ৩৬ নম্বর ওয়ার্ড থেকে ভোটে প্রার্থী হয়ে জয়ী হচ্ছেন। শহরের জোড়াপানি ফুলেশ্বরী নদী দূষিত হওয়ার বিষয়ে তাঁর বক্তব্য, মানুষকে সচেতন হওয়া দরকার। বহু মানুষ সেতু ওপর থেকে ব্যাগ বোঝাই করে বর্জ্য নদীতে ফেলছেন। শিলিগুড়ির যানজট সমস্যা সমাধানের স্টেডিয়ামের পাশে আন্ডারগ্রাউন্ড পার্কিং ব্যবস্থা গড়ে তোলা দরকার বলে তিনি অভিমত দেন। শিলিগুড়ির উন্নয়নে কেন্দ্রের বিজেপি সরকার কি ভূমিকা গ্রহণ করছে তা নিয়েও প্রশ্ন তোলেন রঞ্জনবাবু।
