শিলিগুড়িকে জাতীয় শহর হিসাবে ঘোষণার দাবিতে সরব বিজেপি নেতারাও

নিজস্ব প্রতিবেদন ঃ দেশের একটি গুরুত্বপূর্ণ শহর শিলিগুড়ি। কাজেই এরকম শহরকে অবশ্যই জাতীয় গুরুত্বপূর্ণ শহর হিসাবে ঘোষণা করা দরকার। উত্তরবঙ্গের বিজেপি সাংসদদের মাধ্যমে এই দাবি শিলিগুড়ির বিজেপি নেতারা দিল্লিতে পাঠানো শুরু করেছেন। বুধবার শিলিগুড়িতে খবরের ঘন্টার কাছে এমন কথাই জানিয়েছেন বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলার মুখপাত্র কমল ঘোষ। কমলবাবু বলেন, আগামী ২২ জানুয়ারি শিলিগুড়ি পুরসভার ভোট। বিজেপি শিলিগুড়িতে পুর বোর্ড গঠন করলে জাতীয় শহর হিসাবে ঘোষণার জন্য আরও জোরদারভাবে কাজে নামবে। আসন্ন পুরভোটের আগে বিভিন্ন সমস্যা নিয়ে নাগরিক স্বার্থে শাসক দলেরও সমালোচনা করেন কমলবাবু। তিনি বলেন, শিলিগুড়ির যানজট হু হু করে বাড়ছে। শিলিগুড়ির নিকাশী ব্যবস্থা দুর্বল। নদীগুলো সংস্কার হয় না। মহানন্দা, জোড়াপানি, ফুলেশ্বরী নদী মৃতপ্রায়। নদীগুলো দূষনের আঁতুড়ঘর। অথচ যারা পুরসভা এতদিন চালিয়েছে কিংবা রাজ্যে যারা শাসন ক্ষমতায় রয়েছে তাঁরা এসব সমস্যা সমাধানের দিকে নজর দেয়নি। বিজেপি শিলিগুড়ি পুরসভায় ক্ষমতায় এলে কেন্দ্রের সরকারের সাহায্য নিয়ে শিলিগুড়ির বিভিন্ন সমস্যা সমাধানেও ব্রতী হবে বলে কমলবাবু জানান