ব্রেল পদ্ধতির আবিস্কারক লুই ব্রেলের জন্মদিন পালিত

নিজস্ব প্রতিবেদন ঃ সকলেই জানেন দৃষ্টিহীনদের কাছে ব্রেল পদ্ধতির গুরুত্ব কতখানি। ব্রেল পদ্ধতির মাধ্যমেই দৃষ্টিহীনেরা পড়াশোনা করে। আসলে দৃষ্টিহীনদের জন্য এই যুগান্তকারী ব্রেল পদ্ধতির আবিস্কার করেছিলেন মনিষী লুই ব্রেল। বৃহস্পতিবার ৪ জানুয়ারি ছিল তাঁর জন্মদিন। ১৮০৯ সালের ৪ জানুয়ারি ফ্রান্সে তিনি জন্মগ্রহণ করেন। মাত্র তিন বছর বয়সে তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন।হঠাৎই এক দুর্ঘটনায় তাঁর এক চোখে সূচ ঢুকে যায়। তখনকার সময়ে এন্টিবায়োটিক আবিস্কার হয়নি।ফলে ইনফেকশন হওয়াতে তাঁর অপর চোখেরও দৃষ্টি শক্তি চলে যায়। কিন্তু তিনি হেরে যাননি।বহু প্রতিবন্ধকতার মধ্যে লড়াই চালিয়ে অবশেষে যুগান্তকারী ব্রেল পদ্ধতির আবিস্কার করেন।সেই মহা মানব লুই ব্রেলের জন্মদিন বৃহস্পতিবার পালিত হয় শিলিগুড়ি শালুগাড়ার প্রেরনা এডুকেশন সেন্টার। বিশেষ চাহিদাসম্পন্নদের শিক্ষা প্রদানের পাশাপাশি স্বনির্ভরতার বিরাট আলো দেখিয়ে চলেছে প্রেরনা।সেখানেই এদিন লুই ব্রেলের জন্মদিন পালিত হয় শ্রদ্ধার সঙ্গে।