শিলিগুড়ি গার্লস হাইস্কুলের প্রতিষ্ঠা দিবস

নিজস্ব প্রতিবেদন ঃবৃহস্পতিবার শিলিগুড়ির ঐতিহ্যমন্ডিত গার্লস হাইস্কুলের এর প্রতিষ্ঠা দিবস ছিল। সেই উপলক্ষে এদিন বিশেষ অনুষ্ঠান হয় স্কুল চত্বরে ।একইসঙ্গে প্রয়াত শিক্ষিকা কণিকাদেবীর শতবর্ষ চলছে। প্রয়াত কনিকাদেবীর নামে এদিনের স্কুলের মঞ্চ উৎসর্গ করা হয়েছিল। উদ্বোধনী সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জলন করেন ওই স্কুলের সভাপতি তথা শিলিগুড়ির মেয়র গৌতম দেব।এর বাইরে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাবলা ঘোষ,বাচিক শিল্পী কল্লোল দে এবং স্কুলের প্রধান শিক্ষিকা অত্যুহা বাগচি।স্কুলের তরফ থেকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয় বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও সমাজসেবী অনিন্দিতা চ্যাটার্জীকে।তার সঙ্গে আবিরা বাগচী, দেবপ্রতীম চক্রবর্তী, নৃত্য শিল্পী মিস্টু চ্যাটার্জী, সংগীতা চাকি, অদিতি বাগচী, বাচিক শিল্পী নবনীতা দাস , জয়িতা সেন এবং চিত্র শিল্পী সুদীপ রায়কেও সংবর্ধনা দেওয়া হয় ।
এই শিল্পীরা তাঁদের ব্যস্ত জীবনের ফাঁকে প্রত্যেক মাসের শনিবার ওই স্কুলে স্বেচ্ছাশ্রম দিয়ে বিশেষ নজির তৈরি করেছেন। স্কুলের ছাত্রীদের সঙ্গীত,নৃত্য এবং অঙ্কন তাঁরা শিখিয়ে চলেছেন স্বেচ্ছাশ্রম বা বিনা পারিশ্রমিকে।