
নিজস্ব প্রতিবেদনঃ শিলিগুড়ি মহকুমা বইমেলা শুরু হতে চলেছে ১০ জানুয়ারি। শিলিগুড়ি শিব মন্দিরের আঠারোখাই খেলার মাঠে এই বইমেলা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার শিলিগুড়ি বঙ্গীয় সাহিত্য পরিষদের মহকুমা লাইব্রেরিতে এনিয়ে সাংবাদিক বৈঠক করেন মেয়র গৌতম দেব। আগামী ১০ জানুয়ারী বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এই মেলার সূচনা হবে। শোভাযাত্রার নাম দেওয়া হয়েছে বইয়ের জন্য হাঁটুন। বই মেলার উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। প্রধান অতিথি হিসেবে থাকবেন মেয়র গৌতম দেব। অন্যান্যদের মধ্যে উপস্থিত থাকবেন মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, এসজেডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী, জেলাশাসক এস পোন্নমবালাম সহ আরও অনেকে। আগামী ১৬ ই জানুয়ারী পর্যন্ত চলবে মেলা। উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াও অন্যান্য দিনগুলোতে সেমিনার, কুইজ, সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হবে।
