
নিজস্ব প্রতিবেদন ঃ শিলিগুড়ি হাকিমপাড়ায় মিত্রস মাল্টি স্পেশালিটি হাসপাতালে শুরু হল আন্তর্জাতিক মানের সি সি ইউ এবং আই সি ইউ।রবিবার ওই বেসরকারি নার্সিং হোমের প্রধান কর্নধার এবং প্রতিষ্ঠাতা তথা বর্ষীয়ান স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাঃ কে সি মিত্রর হাত ধরে যাত্রা শুরু হল নতুন এই ইউনিটের।এদিন এ-উপলক্ষ্যে ওই নার্সিং হোমে আয়োজিত এক অনুষ্ঠানে ডাঃ এ কে দেব, ডাঃ এন আর হালদার,ডাঃ শীর্ষেন্দু পাল, ডাঃ অনির্বাণ মিত্র সহ আরও অন্যান্যরা উপস্থিত ছিলেন। তাঁরা সকলেই জানান,আন্তর্জাতিক মানের আইসিইউ চিকিৎসার সুবিধা চলে আসায় মিত্র নার্সিং হোমে চিকিৎসায় আরও সুবিধা পাওয়া যাবে। চিকিৎসা ব্যয়ও সাধারণ মানুষের সাধ্যের মধ্যেই যাতে থাকে সেদিকে নজর দেওয়া হচ্ছে বলে তাঁরা জানান।
