নারী দিবসকে সামনে রেখে শিলিগুড়ি মহকুমার চটহাটে বৃক্ষরোপন

নিজস্ব প্রতিবেদনঃনারী দিবস ৮ মার্চ সোমবার, কিন্তু তার দুদিন আগেই সরকারি শংসাপত্র হাতে নিয়েই সামাজিক কর্মকান্ডে লিপ্ত হল শিলিগুড়ি মহকুমার ফাসিদেওয়া ব্লকের মহিলা নিগম ক্লাব। ক্লাব সদস্য আলপনা, মুন্নি, শেফালিরা বলেন আমাদের পার্শ্ববর্তী চটেরহাট স্টেশনে গাছ নেই, তাই আজ আমরা আমাদের ক্লাবের পরামর্শদাতা বাপনদার উদ্যোগে এই রেল স্টেশনে বৃক্ষরোপণ করি। এই প্রসঙ্গে বাপনবাবু জানান, সরকারি শংসাপত্র পাওয়ার সাথে সাথেই এই ক্লাবের নারীরা যেভাবে সামাজিক কাজে নেমে পড়েছে তা প্রশংসনীয়, আর আমাদের উচিত নারী দিবস বছরে একদিনে সীমাবদ্ধ না রেখে প্রতিটি দিন পালন করা । এদিকে শিলিগুড়ি শক্তিগড় উজ্জ্বল সংঘের সামনে সোমবার সকালে বৃক্ষরোপন কর্মসূচি নিয়েছে সদিচ্ছা ওয়েলফেয়ার সোসাইটি। সোসাইটির কর্নধার সমাজসেবী মুনমুন সরকার জানিয়েছেন, সোমবার সকালে তাদের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রখ্যাত টেবিল টেনিস প্রশিক্ষক তথা বঙ্গরত্ন ভারতী ঘোষ। স্থানীয় কালিবাড়ির সামনে থেকে তাদের পথ চলা শুরু হবে নারী দিবসের দিন।