
নিজস্ব প্রতিবেদনঃ শনিবার শিলিগুড়ি এসেছেন তৃনমুল সুপ্রীমো মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার দুপুর একটায় তিনি শিলিগুড়ি দার্জিলিং মোড় থেকে এক পদযাত্রায় অংশ নেবেন। রান্নার গ্যাস সিলিন্ডার নিয়ে হবে সেই প্রতিবাদ। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, দ্রব্যমূল্যের বৃদ্ধি ঘটেছে। গ্যাসের দাম অস্বাভাবিক বেড়ে গিয়েছে। এর বিরুদ্ধে হবে রবিবার প্রতিবাদ মিছিল। এদিন শিলিগুড়ি বিধানসভার তৃনমুল প্রার্থী ওমপ্রকাশ মিশ্রকে সঙ্গে নিয়ে কলকাতা থেকে বিমানে শিলিগুড়ি এসেছেন তৃনমুল সুপ্রীমো। তাঁর সঙ্গে অভিনেত্রী মিমি চক্রবর্তী এবং নুসরত জাহান এসেছেন।

এদিকে শিলিগুড়ি ও তার আশপাশের বিধানসভাগুলোতে বিজেপির প্রার্থী কে কে তা এখনও জানা যায়নি। শিলিগুড়িতে বিজেপি নেতা শ্যামল সাহা ও কমল ঘোষ জানিয়েছেন, তাঁরা রবিবার মোদিজীর ব্রিগেড সভার দিকে তাকিয়ে। তাঁরা আশা করছেন রবিবার ব্রিগেড সভায় অনেক চমক থাকবে। রবিবারের সভার পরই তাঁরা আশা করছেন শিলিগুড়ি ও তার আশপাশের বিধানসভাগুলোতে বিজেপির প্রার্থী তালিকা পরিস্কার হবে।
অপরদিকে রবিবার শিলিগুড়ি পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডে ওয়ার্ড কো-অর্ডিনেটর শরদিন্দু চক্রবর্তীকে সঙ্গে নিয়ে দেওয়াল লিখনে নামেন সিপিএম নেতা তথা বিদায়ী বিধায়ক অশোক ভট্টাচার্য। কোচবিহার জেলার নাটাবাড়িতে তৃনমুল নেতা তথা বিদায়ী
উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ শনিবার সকালে চিলাখানা পালপাড়াতে নির্বাচনী সভা করেন।