
নিজস্ব প্রতিবেদনঃ আগামী ১৬ ও ১৭ মার্চ শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ি দুধাজোতে অবস্থিত শিলিগুড়ি তরাই বি এড কলেজে দুদিন ধরে বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে। শিলিগুড়ি তরাই এডুকেশনাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এবং পরিচালনায় শান্তিনিকেতনর ঢঙে ওই অনুষ্ঠান হবে বলে সংস্থার সম্পাদক পুস্পজিৎ সরকার জানিয়েছেন। অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় রাজবংশী সম্প্রদায়ের দোল সংস্কৃতির ছোয়া যেমন পাওয়া যাবে, তেমনই আদিবাসী সংস্কৃতির ছোঁয়াও থাকছে। শান্তিনিকেতনের চারজন প্রাক্তন ছাত্র অনুষ্ঠান পরিচালনা ও উদ্যোগে সহযোগিতা করছেন। ১৬ তারিখ রাতে স্থানীয় সংস্কৃতির অনুভূতি নিতে অনেকেই সেখানে তাঁবুতে রাত্রি বাস করছেন। থাকছেন অনেক অতিথি। চা বাগান এবং গ্রাম সংস্কৃতির অনুভূতি নিতে এখন থেকেই তরাই বি এড কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। ১৬ মার্চ বিকালে অতিথি আপ্যায়নের পাশাপাশি গ্রামীণ মিউজিয়ামের উদ্বোধন হবে। স্থানীয় সংস্কৃতির মধ্যে সারিয়া বিসুয়া, বুড়ির ঘর পোড়ানো অনুষ্ঠান হবে।১৭ মার্চ ভোর ছটায় উপাসনা,সকাল আটটায় সালবীথি, সাড়ে নটায় বসন্ত বার্তার পর সকাল সাড়ে দশটা থেকে দুপুর দুটা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর দুপুর আড়াইটা থেকে চারটে পর্যন্ত হোলির অনুষ্ঠান। তরাই বি এড কলেজের আবাসিক ছাত্রছাত্রীরা ছাড়াও অন্য সকলেই এই অনুষ্ঠানে অংশ নেবেন। আবীর খেলা হবে জৈব আবীর ব্যবহারের মাধ্যমে। অনুষ্ঠানের মাধ্যমে যুদ্ধ নয়, শান্তি বা মানুষে মানুষে প্রেম বন্ধন ও সম্প্রীতির বার্তাই দেওয়া হবে বলে পুস্পজিৎবাবু জানিয়েছেন।
