
জ্যোতিষ এর দরবার…
“”””””””””””””””””””””””””””””””
অদিতি চক্রবর্তী( হস্তরেখাবিদ)ঃ
আসতে চলেছে নতুন বছর,
চৈত্র বিদায়ে আসছে বৈশাখ.
এ সময় গ্রহ নক্ষত্রের নানা শুভ অশুভ পরিবর্তন হতে চলেছে।
১২ ই এপ্রিলে মেষে রাহু আর তুলায় কেতু প্রবেশ করছে।
এরজন্য অনেক অপ্রত্যাশিত
ঘটনা ঘটতে পারে।
যে কারনে সব রাশির ওপরে
এর কিছু কিছু প্রভাব পরবে..
দেশের রাজ্য,রাজনিতি, শিক্ষা ,স্বাস্থ্য, আইন,ব্যাবসা বানিজ্য, বৈদেশিক সম্পর্ক ইত্যাদি ছাড়াও প্রকৃতির ওপর গ্রহ নক্ষত্রের নানা প্রভাব লক্ষ্য করা যাবে।

এবার আসি কোন রাশির কেমন যাবে নতুন বছর।
প্রথমে আসছি…….
মেষ..রাহুর কারনে, কর্মক্ষেত্র,
শিক্ষাক্ষেত্র খুব শুভ নয়।
স্বাস্থ্য ভালো যাবেনা, তবে
কিছু সফলতা জীবনে আসবেই, ভ্রমন দেখা যায়।
বৃষ রাশি… আর্থিক ক্ষেত্র শুভ,কর্মক্ষেত্রে উন্নতি।
বিলাসিতার কারনে অর্থ ব্যয়।
মিথুন রাশি.. কর্মক্ষেত্রে ও শিক্ষার ক্ষেত্রে উন্নতি।
আর্থিকভাব শুভ। স্থান পরিবর্তন যোগ রয়েছে।
কর্কট রাশি.. কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন, শিক্ষাক্ষেত্রে শুভ,তবে স্বাস্থ্য খুব একটা ভালো নাও যেতে পারে, চিন্তা থেকে হতাশা আসতে পারে।
সিংহ রাশি.. আর্থিক ও কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন হতে পারে,নতুন সুযোগ আসতে পারে,স্বাস্থ্য সম্বন্ধে সচেতন হতে হবে।
কন্যা রাশি..
কর্ম ও স্বাস্থ্য ক্ষেত্র শুভ।
স্বাস্থ্য খুব ভালো যাবেনা।
পরিবারে মতভেদ দেখা যায়
আর্থিক ভাব শুভ।
তুলা রাশি…প্রচুর সুযোগ আসতে চলেছে,আর্থিক ভাব শুভ। তবে শত্রুতা বৃদ্ধি পাবে।
বৃশ্চিক রাশি… আয় ও ব্যয়ের মাঝে সমতা রাখতে হবে।
শিক্ষা ও স্বাস্থ্য ভাব মোটামুটি।
দুর্ঘটনা থেকে সাবধান।
ধনু রাশি.. কর্মক্ষেত্রে প্রচুর চাপ সত্যেও সফলতা আসবে।মানসিক চাপ বৃদ্ধি পাবে। স্বাস্থ্য মোটামুটি যাবে।
মকর রাশি.. শুভ সময়
আসছে, কর্ম ও শিক্ষাক্ষেত্রে শুভ পরিবর্তন দেখা যায়।
স্বাস্থ্য ভাব ভালো যাবেনা,
পারিবারিক চাপ থাকবে..
কুম্ভ রাশি…কর্মক্ষেত্রে চরম সফলতা আসবে, আর্থিক শুভ। স্বাস্থ্য ভাব শুভ নয়।
মীন রাশি..কর্মক্ষেত্র ও আর্থিক ভাব শুভ, পদোন্নতি হতে পারে, স্বাস্থ্য মোটা মুটি যাবে..
সকলের মঙ্গল কামনা করি, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।