
নিজস্ব প্রতিবেদন ঃ ঘরের শো কেসের মধ্যে বিরাট কিং কোবরা।ডুয়ার্সের নাগরাকাটায় ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ায়।
ঘরের একদম শোকেসে ঢুকে পড়লো বিষাক্ত কিং কোবরা। ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। মঙ্গলবার রাতে ডুয়ার্সের নাগরাকাটা চা বাগানের বাংলো লাইনের বাসিন্দা শিব শংকর আগরওয়ালের বাড়ি থেকে বিশালাকার কিং কোবরাটি উদ্ধার করা হয়েছে।
প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও খাওয়াদাওয়ার পর শংকর আগরওয়ালের বাড়ির সদস্যরা সবাই একসাথে বসে টিভি দেখছিল।সেসময় তারা ফোঁস ফোঁস শব্দ শুনতে পান। সেই সময় তারা লক্ষ্য করেন ঘরের শোকেসের ভেতর বিরাট ফনা তুলে ফোঁস ফোঁস করছে একটি বিশাল কিং কোবরা। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। এরপর খবর দেওয়া হয় খুনিয়া রেঞ্জের বনকর্মিদের। বনদপ্তরের কর্মীরা সর্পপ্রেমী সৈয়দ বাবুনকে সঙ্গে নিয়ে এসে বেশ কিছুক্ষণের চেষ্টায় সাপটিকে উদ্ধার করেন। এরপর রাতেই বাবুনবাবুকে সাথে নিয়ে জঙ্গলে কিং কোবরাটিকে ছেড়ে দেওয়া হয়। কিং কোবরাটি প্রায় ১২ ফুট লম্বা হবে। উল্লেখ্য এর আগেও একাধিকবার ডুয়ার্সের লোকালয় থেকে কিং কোবরা উদ্ধার হয়েছে।কিন্তু ঘরের শোকেসের মধ্যে এরকম কিং কোবরা উদ্ধারের ঘটনা এই প্রথম।
